ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তৌহিদের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক ধীমান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৌহিদের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক ধীমান

ক্রীড়া প্রতিবেদক : আগের ম্যাচে করেছিলেন ফিফটি। সেটি ছাড়িয়ে আজ করলেন লিস্ট 'এ' ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি।

কিন্তু উপলক্ষটা জয় দিয়ে রাঙিয়ে রাখতে পারলেন না তৌহিদ হৃদয়। তার সেঞ্চুরি ছাপিয়ে ম্যাচের নায়ক ধীমান ঘোষ। তার ঝোড়ো ব্যাটিংয়ে দুই নবাগতর লড়াইয়ে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় ম্যাচে এটি অগ্রণী ব্যাংকের দ্বিতীয় জয়। সমান ম্যাচে শাইনপুকুরের দ্বিতীয় হার।

বৃহস্পতিবার বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান করে শাইনপুকুর। জবাবে ১৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক।

নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপে সেঞ্চুরি করা তৌহিদ ১২৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় করেন ১২২ রান। ৯৫ বলে ৭৭ রান করেন উদয় কউল। ২৭ রানে দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটিও গড়েন এই দুজন। তবে এই দুজন ছাড়া আর কেউই ভালো করতে পারেননি।

৫৬ রানে ৩ উইকেট নিয়ে অগ্রণী ব্যাংকের সেরা বোলার আব্দুর রাজ্জাক। ৪০ রানে ২ উইকেট নেন শফিউল ইসলাম।

লক্ষ্য তাড়ায় ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়েন আজমীর আহমেদ ও শাহরিয়ার নাফীস। কিন্তু পরপর দুই ওভারে ফিরে যান দুজনই। আজমীর করেন ৫১, শাহরিয়ার ৩৫।

এরপর দ্রুতই ফেরেন সায়মন আহমেদ, জাহিদ জাভেদ ও রাফাতুল ফেরদৌস। অগ্রণী ব্যাংকের স্কোর তখন ৫ উইকেটে ১২৫! দল বিপদে। তবে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১৪৩ রানের জুটিতে অগ্রণীকে দারুণ জয় এনে দেন ধীমান ও সালমান হোসেন।

৭৬ বলে ৮ চার ও এক ছক্কায় ৮৫ রানে অপরাজিত থাকা ধীমান হয়েছেন ম্যাচসেরা। ৬৭ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৫ রান করেন সালমান।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ