ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিরোপা যুদ্ধে কাল মাঠে নামছে আবাহনী, গাজী ও রূপগঞ্জ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিরোপা যুদ্ধে কাল মাঠে নামছে আবাহনী, গাজী ও রূপগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্সের লড়াই। সেরা ছয় দলের এ লড়াই দিয়ে ২০১৭-২০১৮ মৌসুমের শিরোপা নিষ্পত্তি হবে।

এবারের আসরে সুপার সিক্স নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আগামীকাল ২৪ মার্চ সুপার সিক্সের প্রথম রাউন্ডের লড়াইয়ে মিরপুর শের-ই-বাংলায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর অপর ম্যাচে ফতুল্লায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি লড়বে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে।

শেষ মঞ্চে যারা ভালো করবে তারাই জিতবে শিরোপা। তবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আবাহনীই এখন পর্যন্ত শিরোপার সবচেয়ে বড় দাবিদার। ১১ ম্যাচ শেষে ৮ জয় আর ৩ হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী। সমান ম্যাচে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রূপগঞ্জ। আর সমান ম্যাচে রূপগঞ্জের সমান পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে খেলাঘর। টেবিলের চূড়ায় থাকা আবাহনী সুপার সিক্সে পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতলেই এক মৌসুম পর আবারো শিরোপার স্বাদ পাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়