ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ঘাসের উইকেটে নয়, মন্থর উইকেটে সমস্যা’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঘাসের উইকেটে নয়, মন্থর উইকেটে সমস্যা’

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচে বড় পুঁজি পায়নি কোনো দল।

উদ্বোধনী দিন আবাহনী লিমিটেড বিকেএসপিকে মাত্র ২১৭ রানের লক্ষ্য দেয়। দ্বিতীয় দিন প্রাইম ব্যাংক ১৯৬ রানের লক্ষ্য পায় খেলাঘর সমাজ কল্যাণ সংস্থার কাছ থেকে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে সবুজ ঘাসের উইকেটে। উইকেটে ঘাস থাকলেও নেই গতি। রয়েছে অসমান বাউন্স। বল আসছে ধীর গতিতে।

এমন মন্থর ও ‘আনপ্রেডিকটেবল’ উইকেট ব্যাটসম্যানদের ভোগাবে স্বাভাবিক। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের কন্ঠে উঠে আসল অসহায়ত্বের কথা, ‘আসলে ঘাস যেটা ছিল ওইটা খুব একটা সমস্যা করেনি। উইকেট একটু মন্থর ছিল। যার কারণে আমাদের ব্যাটিংয়ে সমস্যা হয়েছে। আপনারা দেখেছেন পরের ইনিংসেও একই অবস্থা হয়েছে। বিকেএসপি যখন ব্যাটিং করেছে ওরাও ১৫৬ রানে অলআউট হয়েছে। এখনো যে কয়টা উইকেটে খেলা হয়েছে সবকটিই মন্থর আছে। সবগুলোতেই লো স্কোরিং ম্যাচ হচ্ছে।’ 

এমন উইকেটেই অবশ্য ব্যাট হাতে সেঞ্চুরি পেয়েছেন জহুরুল ইসলাম অমি। তার ১২১ রানের ইনিংসে রক্ষা পায় আবাহনী। নয়তো বিকেএসপির বিপক্ষে বড় হারের লজ্জাই পেতে হতো শিরোপা ধারীদের। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব বাড়ানোর কথা জানালেন আবাহনীর অধিনায়ক, ‘আমরা টপ অর্ডার থেকে ব্যাটিংয়ে সবাই ব্যর্থ হয়েছি। আমাদের দায়িত্বটা আরও বেশি নেওয়া উচিত ছিল। আশা করছি সামনেই ব্যাটসম্যানরা নিজেদের সেরা ফর্মে ফিরে আসবে।’

সোমবার ফতুল্লায় আবাহনীর প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের নবাগত দলটি নিজেদের প্রথম ম্যাচে ৯ রানে হারায় হেভিওয়েট শেখ জামালকে। আবাহনী প্রিমিয়ার লিগে কাগজে-কলমে সবথেকে শক্তিশালী দল। তবুও তারা উত্তরাকে হাল্কা করে দেখছে না।

‘বিকেএসপি কিংবা উত্তরা যাদের কথাই বলেন না কেন, সবাই আমাদের জন্য অচেনা।  কারণ এখানে সব নতুন নতুন খেলোয়াড়রা খেলছে। এদের আমরা খুব একটা চিনিও না।  এসব ফরম্যাটে হঠাৎ করে একজনের বিপক্ষে খেলা কঠিন ব্যাপার। উত্তরা ভালো দল, প্রথম ম্যাচে ভালো খেলছে ম্যাচ জিতেছে। আশা করছি আমরাও কালকে ভালো করব। সেই সামর্থ্য আমাদের রয়েছে। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে বলে মনে হচ্ছে।’ – বলেছেন মোসাদ্দেক।

অসুস্থতার কারণে জাতীয় দল থেকে বেরিয়ে গিয়েছিলেন মোসাদ্দেক। এরপর দুবাইয়ে এশিয়া কাপে দলে ফিরেছিলেন। কিন্তু পারফর্ম করতে পারেননি বলে বাদ পড়েছেন। এখন জাতীয় দলের অনেকটাই বাইরে মোসাদ্দেক। ফিরতে হলে তাকে ঘরোয়া ক্রিকেটে অভাবনীয় পারফরম্যান্স করতে হবে। সেই লক্ষ্য নিয়েই প্রিমিয়ার লিগ খেলছেন এ ব্যাটসম্যান, ‘প্রিমিয়ার লিগ হচ্ছে আমাদের সবথেকে বড় আসর। নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে এটা। আমার টার্গেট ভালো খেলা। সেই লক্ষ্য নিয়েই এবার মাঠে নামছি। ’



রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়