ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বাঁচা-মরার’ ম্যাচে সেরাটা দিতে চায় আবাহনী

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাঁচা-মরার’ ম্যাচে সেরাটা দিতে চায় আবাহনী

ক্রীড়া প্রতিবেদক : ম্যাচটা এক অর্থে আবাহনীর জন্য বাঁচা-মরার লড়াই-ই। লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হারলেই তাদের শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাবে। আর জিতলে বেঁচে থাকবে আশা। নিজেদের সেরা ক্রিকেট খেলেই ম্যাচটা জিততে চায় ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

সুপার লিগের ম্যাচে রোববার বিকেএসপিতে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আবাহনী ও রূপগঞ্জ। এই মুহূর্তে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রূপগঞ্জ, ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আবাহনী।

ম্যাচে রূপগঞ্জ জিতলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে গতবারের রানার্সআপদের। আর আবাহনী জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। তখন অপেক্ষা করতে হবে ২৩ এপ্রিল শেষ ম্যাচ পর্যন্ত। সেখানে আবাহনী-রূপগঞ্জ দুই দলই জিতলে নেট রান রেটে নিষ্পত্তি হবে শিরোপা।

কাগজে-কলমে লিগের সবচেয়ে শক্তিশালী দল আবাহনী। তবে আবাহনীর ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের কাছে মাঠের পারফরম্যান্সই আসল। রূপগঞ্জকে হারাতে হলে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে হবে বলে মনে করেন মিডল অর্ডার ব্যাটসম্যান।

শনিবার মিরপুরে মিথুন সাংবাদিকদের বলেছেন, ‘কাগজে-কলমে আমরা শক্তিশালী দল। তবে দিন শেষে পারফরম্যান্সই আসল কথা। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। আমরা যদি আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে আমরা ওদের হারাতে পারব।’

‘ওদের খেলোয়াড়রা সবাই ফর্মে আছে। টুর্নামেন্টজুড়ে ওরা ভালো ক্রিকেট খেলছে। পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা যদি পারফর্ম না করে তাহলে ভালো খেলোয়াড় থেকেও দলের জন্য কোনো লাভ হবে না। আমরা এখনো আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আশা করি, আগামীকাল আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব।’

প্রথম পর্বে রূপগঞ্জের কাছে আবাহনী হেরেছিল। এবার দলটির মুখোমুখি হওয়ার আগে তারা তাই সতর্ক বলেই জানালেন মিথুন, ‘ভালো দলের বিপক্ষে খেলার অনুভূতিটা অন্যরকম। খেলোয়াড়রা নিজেদের মধ্যে ভালো খেলা জরুরি মনে করে। দলের সবাই বেশ সতর্ক আছে। যখন কোনো খেলোয়াড় আন্তরিক থাকবে, সে তার সেরাটা দিতে পারবে।’

চোটের কারণে পেসার রুবেল হোসেনকে ২৫ মার্চের পর থেকে আর পায়নি আবাহনী। তবে রুবেলের অভাব বুঝতে দিচ্ছেন না মোহাম্মদ সাইফউদ্দিন। তরুণ এই পেস অলরাউন্ডার শেষ তিন ম্যাচের দুটিতে পাঁচটি করে মোট ১১ উইকেট নিয়েছেন।

যদিও সাইফউদ্দিনকে রুবেলের বিকল্প ভাবতে নারাজ মিথুন। তবে সাইফউদ্দিন যে রুবেলের অভাব বুঝতে দিচ্ছেন না, তা স্বীকার করলেন তিনি, ‘সাইফউদ্দিন রুবেলের বিকল্প নয়। সাইফউদ্দিন আমাদের অটোমেটিক চয়েস। সে আমাদের স্ট্রাইক বোলার। তবে সে রুবেলের অনুপস্থিতি বুঝতে দেয়নি আমাদের। এটা আমাদের জন্য বেশ ভালো।’



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়