ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আমাদের হিরো : সূচনা পর্ব

মুম রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৬ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমাদের হিরো : সূচনা পর্ব

অলংকরণ : অপূর্ব খন্দকার

৫০ বছর, ৪৪৭টি বই, একটি চরিত্র পাঠ্য বইয়ের বাইরে যারা বই পড়তে শিখেছেন তারা জানেন মাসুদ রানার কথাই বলছি। যখন ইন্টারনেট, স্মার্ট ফোন, ব্লু রে, থ্রিডি মুভির জন্ম হয়নি তখন তরুণদের বিনোদনের একমাত্র মাধ্যম ছিলো মাসুদ রানা। ঘরে ঘরে ডিভিডি, টিভি, কম্পিউটার ছিলো না তখনও মাসুদ রানা ছিলো, এখনও আছে। এতো দীর্ঘ সময় ধরে এতোটা প্রভাব বাংলা ভাষায় আর কোন চরিত্র রাখতে পারেনি। মাসুদ রানার নাম শোনেননি এমন কোন শিক্ষিত বাঙালি খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা বাংলার অনবদ্য এক সৃষ্টি। পাকিস্তান আমলে সৃষ্টি হওয়া এই গুপ্তচর দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের হয়ে বিশ্বের নানা দেশে গেছেন নানা মিশন নিয়ে।

সিরিজ উপন্যাস হলেও মাসুদ রানার প্রতিটি শিরোনামই আলাদা। কাজেই সিরিজের অন্য উপন্যাস না পড়লেও পাঠকের বুঝে নিতে অসুবিধা হয় না। তবে মাসুদ রানা উপন্যাসের প্রতিটির সূচনাতে একটি পরিচিতি কথন থাকে। এই কথন মাসুদ রানা পাঠের পূর্ব প্রস্তুতি হিসাবে কাজ করে। পরিচিতি কথনটি হলো :

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৬/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়