ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নলকা সেতুর বিমে ফাটল : ভারী যান চলাচল বন্ধ

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নলকা সেতুর বিমে ফাটল : ভারী যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উত্তরবঙ্গ মহাসড়কের নলকা সেতুর বিমে ফাটল দেখা দিয়েছে। এতে সেতুর পূর্বপ্রান্তে ভেক ওয়ালের উত্তর পাশে বিম আড়াই থেকে তিন ইঞ্চি দেবে গেছে। যে কারণে এই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন সেতুর একলেন দিয়ে চলাচল করছে। একলেনে চলাচলের কারণে সেতুর দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ নলকা ব্রিজে এ ফাটল দেখা দেয়।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ.কে. এম জহুরুল আলম জানান, বিমে ফাটলের কারণে সেতুর উপরের পথচারী পারাপারের অংশটি দেবে গেছে। ভারী যানবাহন চলাচল করলে আরো ক্ষতির আশঙ্কা রয়েছে। রাতেই প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে এটি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নলকা সেতুর বিমে ফাটল দেখা দেওয়ায় আপতত এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন চলাচল করছে।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২৩ মার্চ ২০১৮/অদিত্য রাসেল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়