ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেলা প্রশাসকের ফোনেই টাকা চাইছে প্রতারক চক্র!

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলা প্রশাসকের ফোনেই টাকা চাইছে প্রতারক চক্র!

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলা প্রশাসকের মোবাইল নম্বর থেকে ফোন করে টাকা চাওয়ার ঘটনা ঘটছে গোপালগঞ্জে। তাই জেলা প্রশাসক নিজেই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

কারণ, জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে এই প্রতারণার ফাঁদপাতা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, ‘আমার অফিসের কয়েকজন কর্মকর্তার কাছে এমন ফোন এসেছে। এসময় আমার সরকারি মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। ফোন করে কয়েকজনের কাছেই টাকা চাওয়া হয়েছে। আসলে এসব ফোন কল আমার নয়।’

তিনি বলেন, ‘এসব প্রতারকের খপ্পরে পড়ে টাকা লেনদেন না করার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি। কারো কাছে এরকম ফোন গেলে তারা যেন আইনের আশ্রয় নেন।’

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা বিভাগের অফিস সহকারী অপূর্ব বিশ্বাস বলেন, ‘জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ০১৭১৫-১৬৮৪৯৮ থেকে আমার কাছেও ফোন আসে। এ সময় অপর প্রান্ত থেকে টাকা চেয়ে বিকাশ নম্বর দিতে চায়। পরে আমি জেলা প্রশাসক স্যারের সাথে যোগাযোগ করে জানতে পারি স্যার ফোন করেননি।’



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৪ এপ্রিল ২০১৮/বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়