ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২০০০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০০০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মোটরসাইকেলের তেলে টাঙ্কির ভেতর পাওয়া গেল ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। অভিনব পন্থায় ইয়াবা পাচারের ঘটনা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কর্ণফূলী থানাধীন মইজ্জারটেক সংলগ্ন কর্ণফূলী সিএনজি ফিলিং স্টেশনে রোববার রাতে অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয় বলে সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নূর আলম (২৬) নামে এক যুবককে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন রাইজিংবিডিকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দল কর্ণফূলী থানার মইজ্জারটেক এলাকায় অবস্থান নেয়। এই সময় সন্দেহজন একটি মোটরসাইকেল আটক করে তেলের টাঙ্কি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইয়াবা পাচারকারী মোটরসাইকেলের চালক নূর আলমকে। তার বিরুদ্ধে কর্ণফূলী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২১ এপ্রিল ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়