ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেলা প্রশাসকের মোবাইল সিম ক্লোন করে চাঁদা দাবি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলা প্রশাসকের মোবাইল সিম ক্লোন করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাদাবি করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের গ্রামীণ ফোনের নম্বরের সিমকার্ড ক্লোন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বিষয়টি পোস্ট দিয়ে অবহিত করেছেন। ক্লোন করা নকল সিম থেকে সিটি কর্পোরেশনের কয়েকজন কমিশনারের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে জেলা প্রশাসক অভিযোগ পেয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে বলে তিনি দুপুরের দিকে জানতে পারেন। এই নকল সিম দিয়ে কযেকজনের কাছে চাঁদা দাবি করা হয়েছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে সিম অপারেটর গ্রামীণ ফোন এবং বিটিআরসিকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ জুলাই ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়