ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিআইডাব্লিউটিসি’র সাবেক জিএম কারাগারে

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিআইডাব্লিউটিসি’র সাবেক জিএম কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় খাদ্য বিভাগের প্রায় ১০ কোটি ৯ লাখ টাকা মূল্যের চাল আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় বিআইডাব্লিউটিসি’র সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মাজহারুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সূত্র জানান, খাদ্য বিভাগের ১০ কোটি ৮ লাখ ৬৬ হাজার ৬৩৮ টাকা মূল্যের ৬১০ মেট্টিক টন চাল পরিবহনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহিম অ্যান্ড সন্সকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ঠিকাদার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) নৌযান কর্মকর্তাদের সহযোগিতায় পুরো চাল আত্মসাত করেন।

এ ঘটনায় ২০০৩ সালের ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনার পরিদর্শক সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ আগস্ট দুদক, খুলনার সহকারী পরিচালক মো. শামীম ইকবাল আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর অভিযুক্তরা আত্মগোপন করেন। 

দুদকের আইনজীবী পিপি খোন্দকার মুজিবর রহমান জানান, মামলার অন্যতম আসামি বিআইডাব্লিউটিসি’র সাবেক মহাব্যবস্থাপক মাজহারুল হক দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




রাইজিংবিডি/খুলনা/১৫ জুলাই ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়