ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে দুই বংশের সংঘর্ষে নারীসহ আহত ৩০

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে দুই বংশের সংঘর্ষে নারীসহ আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জমি-জমা বিরোধের জের ধরে দুই বংশের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 



মারাত্মক আহতরা হলেন- শের আলী চৌধুরী (৩৫), জলিল চৌধুরী (২৫), ভাষাণ চৌধুরী (৪৫), ভুল চৌধুরী (২৫), শাহীন চৌধুরী (২০), ইছা চৌধুরী (২২), আজিজুল শেখ (৩৫), হেকমত শেখ (৫৫), কেরামত শেখ (৪৫), সিহাব শেখ (৩২), টিটু শেখ (৩৫), কল্পনা বেগম (৩৪) ও রাসেল শেখ (২২)। তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 



তিনি জানান, বনগ্রাম পূর্বপাড়ায় চৌধুরী বংশের লোকদের জায়গার ওপর দিয়ে একটি রাস্তা নেওয়ার চেষ্টা করে আসছিলেন শেখ বংশের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মো. সালাউদ্দিন আরো জানান, সংঘর্ষে মারাত্মক আহত ১৩ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২১ সেপ্টেম্বর ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়