ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইলিশ বিক্রির অপরাধে জরিমানা

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইলিশ বিক্রির অপরাধে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির অপরাধে কৃষ্ণ বিশ্বাস (৪৫) নামে এক জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বিকেলে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ এস এম মাঈন উদ্দিন জরিমানা করেন। মাঈন উদ্দিন জানান, কাশিয়ানী উপজেলা সদর বাজারে ইলিশ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় বাজারে ১৪০ পিস ইলিশসহ জেলে কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাজান সিরাজ উপস্থিত ছিলেন। জব্দকৃত ইলিশ মাছ উপজেলার নয়টি এতিমখানায় ভাগ করে দেওয়া হয়েছে।

ইলিশ মাছের প্রজনন মওসুমে ৭ থেকে ২৮ অক্টোবর ২২ দিন ইলিশ ধরা, বিক্রয়, পরিবহণ নিষিদ্ধ করেছে সরকার।  

 

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৯ অক্টোবর ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়