ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। চলছে নগরজুড়ে মাইকিং-লিফলেট বিতরণ।

জনসভার প্রস্তুতি সমন্বয় করতে মঙ্গলবার বিকেলে সিলেট এসে পৌঁছবেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তাদের সাথে ঐক্যফ্রন্টের প্রধান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনও সিলেট আসছেন বলে সূত্র জানিয়েছে।

এদিকে,  মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এতে বিএনপির শতাধিক নেতা-কর্মী অংশ নেন। আগামীকাল বুধবার রেজিস্ট্রারি মাঠে জনসভা থেকে নতুন কর্মসূচি দেবে নতুন এই জোট।  বেলা ২টা থেকে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি থাকবেন গনফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দও ৎউপস্থিত থাকবেন। এদিন সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতও করবেন ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন জানান, মঙ্গলবার দুপুরে লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এছাড়া নগরজুড়ে মাইকিংও চলছে।

তিনি বলেন, আজ বিকেলেই ডা. কামাল হোসেন, সুলতান মনসুর ও মো. শাহজাহান সিলেটে এসে পৌঁছাবেন। আগামীকালের জনসভা সফলে সিলেট বিভাগের সবকটি জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা আসবেন বলেও উল্লেখ করেন তিনি।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আবুল কাহের শামীম জানান, সমাবেশের অনুমতি পাওয়ার পর সোমবার থেকে রেজিস্ট্রারি মাঠে মঞ্চ নির্মাণ কাজ শুরু হয়েছে। ২৪ অক্টোবর জনসভায় নগরজুড়ে জনগণের ঢল নামবে বলেও আশা করেন তিনি।

অপরদিকে, ঐক্যফ্রন্টের জনসভা ঘিরে পুরো নগরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, ‘১৪ শর্তে রেজিস্ট্রারি মাঠে জনসভার অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত শর্ত ছাড়াও জনসভার দিনে নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বাড়তি নিরাপত্তা বেষ্টনি থাকবে।’

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ হওয়া নতুন এ জোটে বিএনপি ছাড়াও রয়েছে জেএসডি, নাগরিক ঐক্য ও গণফোরাম। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের জনমত গড়ে তুলতে রেজিস্ট্রারি মাঠে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে আলোচিত এ জোটের।



রাইজিংবিডি/ সিলেট/ ২৩ অক্টোবর ২০১৮/ নোমান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়