ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করতে গণবিজ্ঞপ্তি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করতে গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মো.  ইলিয়াস হোসেন।

শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে জানানো হয়েছে, সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম-১, চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-১২, চট্টগ্রাম-১৩, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫, চট্টগ্রাম-১৬ নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হতে ইচ্ছুকরা আগামী ১৯ তারিখের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার কিংবা অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর। রিটার্নিং অফিসার কর্তৃক মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ২৯ নভেম্বর।



রাইজিংবিডি/চট্টগ্রাম/০৯ নভেম্বর ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়