ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। ওই অটোরিকশার চালকসহ তিন জন আহত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার সখীপুর-ইন্দারজানি সড়কের তৈলধারা বটাবাড়ী মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই জন হলেন- উপজেলার ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান (৮৫) এবং তার স্ত্রী আছিয়া খাতুন (৭৫)। আহতরা হলেন- অটোরিকশার চালক লাল মিয়া (৫০), যাত্রী মনোয়ারা (২৫) এবং মাধবী (১৮)।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান অবসর ভাতা তুলতে এবং স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে অটোরিকশাযোগে সখীপুরের উদ্দেশে বের হয়। পথে উপজেলার তৈলধারা বটাবাড়ী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমান ও তার স্ত্রী আছিয়াকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি আমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/টাঙ্গাইল/১৪ নভেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়