ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে।

বুধবার দুপুরে যশোর সদর উপজেলার ভাতুড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত এই কারখানা আবিষ্কার করে। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের সদর উপজেলার ভাতুড়িয়া দাড়িপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম (৫০), কামরুলের স্ত্রী রাবেয়া সুলতানা (৩৫) ও ভাতুড়িয়া পশ্চিমপাড়া এলাকার নূর হোসেনের ছেলে আবুল বাশার (৪০)।

গ্রেপ্তার কামরুলের বাড়িতে এই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদুল আলম ও মোহাম্মদ হাফিজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদুল আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে তারা সদর উপজেলার ভাতুড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভাতুড়িয়া দাড়িপাড়া এলাকায় কামরুলের বাড়িতে গিয়ে অস্ত্র তৈরির সন্ধান পাওয়া যায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, বন্দুকের ব্যারেল, লোহার পাতসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ সময় ওই বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।



রাইজিংবিডি/যশোর/১৬ জানুয়ারি ২০১৯/বি এম ফারুক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়