ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হাটহাজারীতে বিপুল সরকারি ওষুধ জব্দ, ফার্মেসি বন্ধ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাটহাজারীতে বিপুল সরকারি ওষুধ জব্দ, ফার্মেসি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্টেশন সংলগ্ন মেখল রোডের নিউ মেডিসিন হাউস নামের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সরকারি ওষুধ জব্দ করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় ফার্মেসি মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি আদালত। অভিযান শেষে বন্ধ করে দেওয়া হয় ফার্মেসিটি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন রাইজিংবিডিকে জানান, বিনামূল্যে সরবরাহের সরকারি ওষুধ খোলাবাজারে ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। কিন্তু কতিপয় ফার্মেসি মালিক এসব সরকারি ওষুধ অবৈধভাবে ক্রয়-বিক্রয় করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী নিউ মেডিসিন হাউসে অভিযান চালানো হয়। অভিযানে ওই ফার্মেসির ভেতর তল্লাশি চালিয়ে ১২ ধরনের বিক্রয়নিষিদ্ধ ওষুধ এবং তিন ধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ সর্বমোট ১১ হাজার বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।

এসব ওষুধের মাধ্যমে সরকারি হাসপাতালে কমপক্ষে ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হতো বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

অভিযানের সময় ফার্মেসি মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি আদালত। পরে ফার্মেসিটি বন্ধ করে দেন আদালত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়