ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুমারখালীতে নির্মাণাধীণ বাড়িতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমারখালীতে নির্মাণাধীণ বাড়িতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ার কুমারখালীতে একটি নির্মাণাধীণ বাড়ীর কক্ষ থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমারখালী উপজেলার লাহিনী গ্রামের বাসিন্দা এই স্কুলছাত্রের নাম আব্দুর রহমান রতন (১৫) । সে স্থানীয় টাইলস মিস্ত্রি আজম আলীর ছেলে ও লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। লাশ উদ্ধারের একদিন আগে নিখোঁজ হয়েছিল সে। পরদিন স্থানীয় শরিফুল ইসলামের সীমানা প্রাচীর ঘেরা নির্মাণাধীণ বাড়ীর কক্ষে তার লাশ পাওয়া যায়।

নিহত রতনের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে রতনকে হত্যা করা হয়েছে।

রতনের মা রওশন আরা খাতুন বলেন, ‘মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফিরে বাড়িতে ভাত খেয়ে ৪ টার দিকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর থেকেই রতনের মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সবাই চারদিকে খোঁজ করেও কোন সন্ধান পায়নি।’

রতনের বাবা আজম আলীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাস্থল সংলগ্ন বাসিন্দা কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক ওরফে রাজু মোল্লার যোগসাজসেই এই হত্যা ঘটে থাকতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক ওরফে রাজু মোল্লা বলেন, ‘তার সাথে আমার কোন দ্বন্দ্ব বা শত্রুতা নেই। এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় মতিয়ার বলেন, ‘বুধবার দুপুরে কালীগঙ্গা নদীতে গোসল করতে নামার মুহূর্তে নির্মাণাধীণ ওই বাড়ির প্রাচীরের নিচে চোখ যায়। এসময় হাত-পা ছড়ানো ও মাথার উপর ইট চাপা দিয়ে ঢেকে থাকা লাশ দেখতে পাই। এরপর স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, একদিন আগে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে কোন দূর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে হত্যা করে নির্মাণাধীন ওই বাড়ীর মধ্যে লাশ রেখে যায়। তবে ঘটনায় যারাই জড়িত থাক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




রাইজিংবিডি/কুষ্টিয়া/১৪ ফেব্রুয়ারি ২০১৯/কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়