ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফরিদপুরে জমি ফিরে পেতে মানববন্ধন

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১৮ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে জমি ফিরে পেতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মালিকানাধীন ফসলী জমিতে গুচ্ছগ্রাম করার প্রতিবাদ ও জমি ফিরে পেতে ক্ষতিগ্রস্ত পরিবার মানববন্ধন করেছে।

শনিবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে নির্মাণাধীন গুচ্ছগ্রামের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার আটঘর ইউনিয়নের ৩০নং গৌড়দিয়া মৌজার এসএ ৫৬৩ নং ক্ষতিয়ানের ৬১৮ নং দাগের ২৬ শতক ফসলী জমির উপর ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে সিপিজিআর প্রকল্পের অধীনে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়। ওই জমি ব্যক্তি মালিকানাধীন দাবি করে ফিরে পেতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকাবাসী ফসলি জমির উপর মানববন্ধন করে। 

মানববন্ধনে জমির মালিকানা দাবি করে তারা বলেন, আরএস ও এসএ রেকর্ড অনুযায়ী পৈতৃক সূত্রে তারা এই জমির ভোগদখল করে আসছে। বর্তমান বিএস খতিয়ানে অজ্ঞতাবশত তাদের নাম কর্তন করা হয়েছে, যাহা সংশোধনকল্পে মুনসেফ আদালতে অভিযোগ করেছেন। এমতবস্থায় ওই দাগের জমিতে সরকার গুচ্ছগ্রাম নির্মাণের কাজ শুরু করেছে, যা তাদের উপর জুলুম করা হচ্ছে। তারা সরকারের কাছে গুচ্ছগ্রাম নির্মাণ কাজ বন্ধ করে জমি ফিরিয়ে দেয়ার দাবি জানান।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম বলেন, সরকারি  জায়গার উপর গুচ্ছগ্রাম নির্মাণ করা হচ্ছে। জমির মালিকানা দাবি করে কেউ তাদের কাছে আসেনি।


রাইজিংবিডি/ফরিদপুর/১৮ মে ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়