ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সুলতান মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ১৬ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের রামডুবি মোড়ে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার রানীবন্দরের রানীপুর গ্রামের রেজাউল করিম (৩০) এবং খানসামা উপজেলার গোয়ালদিঘী  গ্রামের মুক্তার হোসেন (৬০) ও তার স্ত্রী  জাহানারা বেগম (৫৫)।  
 
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, রেজাউল করিম মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন। অপর একটি  মোটরসাইকেলে এক দম্পতিও সে দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি বাস মোটরসাইকেল আরোহী রেজাউল কমিরকে চাপা দেয়। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা  মোটরসাইকেল আরোহী দম্পতিকেও চাপা দেয় বাসটি। রেজাউল করিম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত দম্পতিকে হাসপাতালে নিয়ে এলে কর্বত্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন ।
 
ঘটনার পর স্পিড ব্রেকারের দাবিতে  কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ ।

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৪/সুলতান মাহমুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়