ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আশুলিয়া আগুন: ১১২ পোশাক শ্রমিকের মৃত্যু

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২৫ নভেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
আশুলিয়া আগুন: ১১২ পোশাক শ্রমিকের মৃত্যু

মনোসন্তোষপুর থেকে: আশুলিয়ার নিশ্চিন্তপুরের মনোসন্তোষপুর এলাকার তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার বিকেল চারটা পর্যন্ত ১১২টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালেই ১০০টি মৃতদেহ কফিনব্যাগে ভরা হয়েছে। আর শনিবার দিনগত রাতে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরো একটি উদ্ধার করা হয়।

এর আগে মেজর মাহবুব জানিয়েছিলেন, তারা ১১৫টি মৃতদেহ শনাক্ত করেছিলেন।

তিনি বলেন, “আরো লাশের আশঙ্কা কম। আমরা তন্নতন্ন করে নয়তলা ভবনটির পুরোটাই খুঁজেছি। বড়জোর দুয়েকটি লাশ পাওয়া যেতে পারে।”

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন নিশ্চিন্তপুরে উদ্ধারকাজে অংশ নিয়েছে। সব মরদেহ নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হচ্ছে। সেখানে আত্মীয়স্বজনরা এসে লাশ শনাক্ত করবেন। এরই মধ্যে তারা লাইনে দাঁড়িয়েছেন।

ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় অনুসন্ধান চালিয়ে মৃতের এ সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় তোবা গ্রুপের এই কারখানাটিতে আগুন লাগে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। অনেক পোশাকশ্রমিক অভিযোগ করেছেন, ব্যাংকঋণে জর্জরিত মালিকপক্ষ তা থেকে বাঁচতেই পরিকল্পিতভাবে এ আগুন ধরিয়েছে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়