ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিশ্বসেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের’

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ২৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিশ্বসেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের’

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে উঠে এবারের বিশ্বকাপ শুরু করেন সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থাকলেও ওয়ানডেতে ব্যাটসম্যান সাকিবের অবস্থান তালিকার ৩৪তম অবস্থানে। তবে চলতি বিশ্বকাপে ব্যাট হাতে তার ধারাবাহিক পারফরম্যান্স ভিন্ন আগামীর কথা জানান দিচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে গতকাল অস্ট্রেলিয়া মাঠে নামার আগে এবারের আসরে সর্বোচ্চ রান ছিল সাকিবের। দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি নিয়ে বিশ্বকাপে সাকিবের রান রয়েছে মোট ৪৭৬। তাই অলরাউন্ডার সাকিবের সঙ্গে ব্যাটসম্যান সাকিবের রানের উৎসব নিয়ে আলোচনা চলছে চারদিকে। এই সাকিবের মাঝে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা দেখছেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এ ব্যাটসম্যানের এমন বিস্ময়কর পারফরম্যান্সে পর আইসিসির কলামে এমটাই লেখেছেন রাজ্জাক।

‘সাকিব যা করছে বিস্ময়কর, তার ব্যাটিং অবিশ্বাস্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে সাকিবকে বসে থাকতে হয়েছে। সেখানে সে সত্যিই কঠিন পরিশ্রম করেছে। সে জানতো তার কোথায় উন্নতি প্রয়োজন এবং সে সেটাই করেছিল। চমৎকার অলরাউন্ডারের পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে সাকিব শুরু করেছিল। তবে পরবর্তীতে সে বোলিংয়েও ভালো করা শুরু করেছিল।’

বিশ্বকাপে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের সঙ্গে সাকিবের জুটি নিয়ে রাজ্জাক বলেন, ‘আইসিসি পুরুষ বিশ্বকাপে মুশফিকুর রহিমের সঙ্গে সাকিবের জুটি বেশ শক্তিশালী। জুটি গড়ার জন্য নিজেদের মধ্যে ভালো বোঝাপড়াটা সত্যিই গুরত্বপূর্ণ। তারা দীর্ঘ সময় ধরে এক সঙ্গে খেলে আসছে। এজন্য তারা একে অপরকে খুব ভালো করেই জানে। তারা দুজনেই বেশ লড়াকু। মানসিকভাবে শক্তিশালী এবং স্মার্ট ক্রিকেটার। এই জুটিটা বেশ ভালো কাজ করছে।’

আফগানিস্তানের শক্তিশালী স্পিনের বিপক্ষে আগের ম্যাচে ধসে পড়েছিল শক্তিশালী ভারত। তবে ওই দলটির বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে রাজ্জাক বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে দলীয় পারফরম্যান্সটা বিস্ময়কর ছিল। বিশেষ করে সাকিবের পারফরম্যান্স ছিল অসাধারণ। ছেলেরা সেমিফাইনালে খেলতে চায়। তবে তা নিশ্চিত করতে এ ধরনের ম্যাচে জয়ের বিকল্প নেই। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে বাংলাদেশের খেলার পার্থক্যের ধরন বুঝা গেছে।’


রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়