ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের বিপক্ষে ভাগ্য সহায় হয় না!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের বিপক্ষে ভাগ্য সহায় হয় না!

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ শেষ মুহূর্তে গিয়ে হেরেছে বাংলাদেশ। বড় দাগে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ও ২০১৮ এশিয়া কাপের ফাইনাল।

ভারতের বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচও কিভাবে যেন ফঁসকে যায়। বিষয়টিকে মেহেদী হাসান মিরাজ বলছেন ‘লাক কম ফেভার করা’। তবে ২ জুলাই ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ভালো খেলার ব্যাপারে আশাবাদী মিরাজ। ভাগ্য সহায় হলে এই ম্যাচটি বাংলাদেশ জিততেও পারে বলে জানিয়েছেন তিনি।

মিরাজ বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা যত ম্যাচই খেলেছি, খুব ক্লোজে গিয়ে হেরেছি। আসলে বলব যে আমাদের লাকটা একটু কম ফেভার করেছে। আল্লাহ সহায় থাকলে আমরা হয়তো বিশ্বকাপের এই ম্যাচটা জিততে পারব। অবশ্যই আমাদের আত্মবিশ্বাস আছে। দলের সবাই ভালো ফর্মে আছে। আপনারা জানেন আমাদের টিম ভালো খেলছে।’

‘সবাই যার যার জায়গায় সেরাটা দিচ্ছে। সাকিব ভাই খুব ভালো খেলছে। রানের দিক দিয়ে সেরা তিনে আছেন। উইকেটের দিক দিয়েও পাঁচ-ছয়ে আছেন। মুশফিক ভাই, রিয়াদ ভাই ভালো করছেন। সব মিলিয়ে দলের পারফরম্যান্স ভালো হচ্ছে।’ যোগ করেন মিরাজ।

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। আর কোনো ‘লাক ফেভার না করা’ নয়, জয় প্রয়োজন টাইগারদের। পারবে কী মাশরাফি-সাকিবরা ভারতের বিপক্ষে বিশ্বকাপে আরো একটি জয়ের মহাকাব্য রচনা করতে?

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়