ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোহলি, ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৮, ২৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলি, ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারানোর দিনে আরো একটি অনবদ্য রেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। এদিন কিউইদের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আর তাতেই ছাড়িয়ে গেছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্যার ভিভ রিচার্ডসকে। তিন হাজার রানে পৌছাতে বাবর আজম খেলেছেন মোট ৬৮ ইনিংস। অন্যদিকে, ভিভ রিচার্ডসের লেগেছিল ৬৯ ইনিংস আর বিরাট কোহলির ৭৫ ইনিংস।

বাবরের চেয়ে কম ইনিংসে তিন হাজার রান করতে পেরেছেন কেবল একজন, দক্ষিন আফ্রিকান ওপেনার হাশিম আমলা। এই মাইলফলক ছুঁতে তার লেগেছিল মাত্র ৫৭ ইনিংস।

২০১৫ সালে অভিষেকের পর থেকেই ধারাবাহিক এই ব্যাটসম্যান। মাত্র ২৪ বছর বয়সে ৬৮ ইনিংসের ক্যারিয়ারে এরই মধ্যে নিজেকে পাকিস্তানি ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

গতকাল লো স্কোরিং ম্যাচে তার শতকেই জয় পায় পাকিস্তান। এ জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরো জোরালো করল ’৯২ এর চ্যাম্পিয়নরা।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়