ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিক্রি হবে ফারমার্স ব্যাংকের ৬০ ভাগ শেয়ার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিক্রি হবে ফারমার্স ব্যাংকের ৬০ ভাগ শেয়ার

অর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ফারমার্স ব্যাংকের ৬০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। প্রয়োজনে শেয়ার বিক্রি করতে বাধ্য করা হবে। রাষ্ট্রীয় ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব শেয়ার কিনে নিবে।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কোনোভাবেই আর ব্যাংক কেলেঙ্কারি হতে দেওয়া হবে না। কোনো ব্যাংককে আর ধ্বংস হতে দেওয়া হবে না। সরকার যেকোনোভাবে এসব ব্যাংককে রক্ষা করবে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতি আলোচনায় অংশ নেয়।



রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়