ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত করা হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত করা হবে’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেছেন, থাইল্যান্ডের সঙ্গে দেশের সব প্রাইভেট সেক্টরের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত করা হবে।

বুধবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে ‘বিডা-থাইল্যান্ড ইনভেসমেন্ট মিটিং-২০১৮’ এ সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিডা এবং থাইল্যান্ডের যৌথ্য উদ্যোগে এ বৈঠক হয়।

বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কোবসাক পুত্রাকুল জানান, তিনি হাইওয়ে, রেইলওয়ে, মোবাইল, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, মেশিনারিজ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, কৃষি এবং গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে বিনিয়োগে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

বৈঠকে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, থাইল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিডার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়