ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটন-এটিএন বাংলা কুইজের পুরস্কার বিতরণ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-এটিএন বাংলা কুইজের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারো ঈদুল ফিতর উপলক্ষে এটিএন বাংলা, ওয়ালটন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। অনুষ্ঠানভিত্তিক কুইজ, ডেইলি কুইজ ও মেগা কুইজ- এই তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সন্ধ্যায় এটিএন বাংলার স্টুডিওতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম কে বাশার।

এ সময় মো. হুমায়ুন কবীর বলেন, ‘ওয়ালটনের সঙ্গে এটিএন বাংলার সম্পর্কটা বিনি সুতার মালার মতো। প্রত্যেক ঈদে এমন একটি কুইজ অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই এটিএন বাংলার চেয়ারম্যানকে। যারা পথ দেখায় তারা এগিয়ে যায়। এটিএন বাংলা আমাদের যখন ডাকে আমরা এটিএন বাংলার সঙ্গেই থাকি।’



তিনি আরো বলেন, ‘এই দেশ আমাদের। ১৬ কোটি মানুষের এই ছোট্ট দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। আমাদেরও দেশকে অনেক কিছু দেয়ার আছে। আপনার সামর্থ অনুযায়ী সেখান থেকে দেশকে কিছু দেয়ার চেষ্টা করবেন, দেশকে ভালোবাসবেন। শুধু মুখে বললে হবে না, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। দেশপ্রেম না থাকলে এগিয়ে যেতে পারব না। দেশের পণ্য ব্যবহার করতে হবে। শুধু ওয়ালটন নয়, দেশে যেসব পণ্যসামগ্রী তৈরি হয় সেসব পণ্য ব্যবহার করতে হবে।’

লায়ন এম কে বাশার বলেন, ‘এটিএন বাংলা ২২ বছর আগে শুরু হয়েছিল। দীর্ঘ পথ পারি দিয়ে এখন তারা শীর্ষে অবস্থান করছে। প্রত্যেক ঈদেই এটিএন বাংলা নতুন কিছু করার চেষ্টা করে। এই কুইজ অনুষ্ঠানটি তিনিই প্রথম শুরু করেছিলেন। এই কুইজে আমাদের সঙ্গে রেখেছেন এ জন্য এটিএন বাংলার চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার প্রত্যাশা এটিএন বাংলা অনেক দূর এগিয়ে যাবে, আমরাও এটিএন বাংলার সঙ্গে থাকব।’

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, ‘শুরুতেই ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম কে বাশারকে ধন্যবাদ জানাই। কারণ উনারা দুজনই অনেক বছর ধরে আমাদের সঙ্গে রয়েছেন। এর আগেও ওয়ালটন আপনাদের পুরস্কার দিয়েছে। আশা করছি, আগামীতেও দেবে। ওয়ালটন এখন টেলিভিশনের সকল যন্ত্রাংশ নিজেরাই তৈরি করে। এসব যন্ত্রাংশ বিদেশেও রপ্তানি করে। এটা আমাদের জন্য গর্বের। এই উদ্যোগ আমাদের দেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। ইলেকট্রনিক্স পণ্য কেনার সময় প্রথমে ওয়ালটনের পণ্য দেখব, যদি না পাওয়া যায় তবে অন্য পণ্য কিনব।’



অনুষ্ঠানে এটিএন বাংলার পরিচালক নেছার আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানভিত্তিক কুইজে পুরস্কার হিসেবে ৫৭টি ওয়ালটন মোবাইল ফোন সেট পেয়েছেন ৩০জন বিজয়ী। ডেইলি কুইজে আটটি  ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন পেয়েছেন বিজয়ীরা। ঢাকা–ব্যাংকক-ঢাকা ভ্রমণের সুযোগ পেয়েছেন মেগা কুইজ বিজয়ী নরসিংদীর মাসুদুর রহমান।




রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়