ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাণিজ্য মেলায় ওয়ালটন পণ্যে বিশেষ ছাড়

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৩১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য মেলায় ওয়ালটন পণ্যে বিশেষ ছাড়

অর্থনৈতিক প্রতিবেদক : আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে সব ধরনের পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

প্রতিষ্ঠানটি শুধুমাত্র প্যাভিলিয়ন থেকে কোনো ক্রেতা পণ্যসামগ্রী কিনলেই এই সুবিধা দিচ্ছে। এছাড়া দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ক্রেতারা পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার। পেতে পারেন কোটি কোটি টাকার ক্যাশ ভাউচারসহ মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, ফ্রিজ, এলইডি টিভি, ওভেনসহ অসংখ্য পণ্য ফ্রি। রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক।



এদিকে ছাড়ের তথ্য এবং নতুন মডেলের পণ্যের বিষয়ে জানতে ও ক্রয় করতে মেলার প্রথম দিন থেকেই ওয়ালটনের প্যাভিলিয়নে ভিড় ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার প্রধান ফটক দিয়ে ঢুকে একটু সামনে গিয়ে ডানদিকে গেলে দেখা মেলে ওয়ালটন প্যাভিলিয়নের। তিন তলা বিশিষ্ট এ প্যাভিলিয়নে ঢুকতেই দেখা যায়, সব বয়সী ক্রেতাদের ভিড়। বিশেষ করে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন মিলনমেলা এখানে। নতুন মডেলের আকর্ষণীয় টেলিভিশন, ফ্রিজ, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্সসহ প্রায় এক হাজারের অধিক মডেলের পণ্য রয়েছে।



ছাড় প্রসঙ্গে ওয়ালটন প্যাভিলিয়ন সমন্বয়ক মোস্তফাজ্জামান বলেন, ক্রেতাদের কথা চিন্তা করে ওয়ালটন সব সময়ই সাশ্রয়ী মূল্যে গুণগত মান সম্পন্ন পণ্য তৈরি ও বাজারজাত করে আসছে। আর মেলাতে আমরা এসেছি ক্রেতাদের সাথে আমাদের সেতুবন্ধনকে আরো দৃঢ় করতে। তাই আমাদের সব পণ্যে ক্রেতাদের কথা চিন্তা করেই ছাড়ের সুযোগ রেখেছি আমরা।

তিনি বলেন, মেলা চলাকালীন সময় পর্যন্ত প্যাভিলিয়ন থেকে ক্রেতারা কোনো পণ্য ক্রয় করলে পণ্য ভেদে আমরা তাদের বিশেষ ছাড় দিচ্ছি। এর মধ্যে ফ্রিজের ওপর ১০ থেকে ১২ শতাংশ, টেলিভিশনের ওপর ১২ থেকে ১৫ শতাংশ, এয়ারকন্ডিশনে ১৫ শতাংশ, জেনারেটরে ১০ শতাংশ, হোম অ্যাপ্লায়েন্সে ৮ থেকে ১০ শতাংশ, ইলেক্ট্রনিক অ্যাপ্লায়েন্সে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।



এদিকে ওয়ালটন মোবাইলের ওপর সর্বনিম্ন ৫ শতাংশ থেকে ১০০ শতাংশ ক্যাশব্যাক অফারও দেওয়া হচ্ছে মেলা প্যাভিলিয়ন থেকে। পাশাপশি কিছু পণ্যে হোম ফ্রি ডেলিভারিরও ব্যবস্থা রেখেছি আমরা।

প্রসঙ্গত, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের সর্ববৃহৎ পণ্য মেলা হিসেবে পরিচিত। মেলায় সেরা ভ্যাটদাতার পুরস্কার চালুর পর থেকে প্রতি বছর তা পাচ্ছে ওয়ালটন। এছাড়া প্রায় প্রতি বছরই সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়ে আসছে ওয়ালটন।




রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৯/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়