ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরে জাতিসংঘের প্রতি কাতারের আহ্বান

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১০ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরে জাতিসংঘের প্রতি কাতারের আহ্বান

কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল সানি

ডেস্ক রিপোর্ট : সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। কাতারের রাজধানী দোহায় সোমবার ইউএস-ইসলামিক ওয়ার্ল্ড ফোরামের একাদশ বার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল সানি।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, জরুরিভিত্তিতে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সুস্পষ্ট প্রস্তাব আনা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। সিরিয়ার জনগণ ও পুরো অঞ্চলের নিরাপত্তা জন্য এ পদক্ষেপ নেয়া উচিৎ।

তিনি আরো বলেন, সিরিয়ার সঙ্কট দেশটির ঐক্যের জন্য সত্যিকারের হুমকি হয়ে দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সিরিয়ায় রক্তপাত বন্ধ ও দেশটির জনগণের বৈধ আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালানো দরকার।

তথ্যসূত্র : আইআরআইবি ও মিডল ইস্ট অনলাইন।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়