ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিরাপত্তা নিশ্চিতের আগে গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নয় : নেতানিয়াহু

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ১৮ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপত্তা নিশ্চিতের আগে গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নয় : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি হবে না।

 

রোববার ইসরায়েলি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

 

এদিকে, গাজায় চলমান পাঁচ দিনব্যাপী যুদ্ধবিরতি আজ স্থানীয় সময় মধ্যরাতে শেষ হবে।

 

এদিকে, গাজায় দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের লক্ষ্যে কায়রোতে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিন ও ইসরায়েলি প্রতিনিধিদলের মধ্যে আলোচনা চলছে।

 

নেতানিয়াহু বলেছেন, ‘কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিদল দেশের নিরাপত্তার বিষয় নিয়ে গুরুত্বের সঙ্গে আলাপ করছে। যদি ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি পাওয়া যায়, কেবল তবেই আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারি।’

 

অন্যদিকে, গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। কট্টরপন্থিরা গাজা বিষয়ে কোনো ধরনের আলোচনার পক্ষে নন। তবে কেউ কেউ ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার পক্ষে মত দিয়েছেন।

 

তথ্যসূত্র : আল জাজিরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৪/রফিক/এএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়