ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যবিপ্রবি’র সমাবর্তন ৭ ফেব্রুয়ারি

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যবিপ্রবি’র সমাবর্তন ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, যশোর  : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যাবিপ্রবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ৭ ফেব্রুয়ারি যশোরে আসছেন বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দিবেন রসায়ন শাস্ত্রে নোবেল বিজয়ী অধ্যাপক ড. রবার্ট হিউবার।

সমাবর্তনের প্রস্তুতিসহ যাবতীয় বিষয়ে জানাতে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসেন।

তিনি জানান, পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য আটজন গ্রাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণপদক, পাঁচজনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৫৬জনকে ডিন অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি এগিয়ে চলছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব,প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাসসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

 

 

 

রাইজিংবিডি/যশোর/৩ ফেব্রুয়ারি ২০১৮/বি এম ফারুক/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়