ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এসএসসি ও সমমান পরীক্ষায় পাস ৭৭.৭৭%

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএসসি ও সমমান পরীক্ষায় পাস ৭৭.৭৭%

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।

রোববার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।

আজ দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন তিনি। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

এ বছর ৩ হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ৫০৪ জন।  গত বছর এ পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। 

সে হিসেবে গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ২ দশমিক ৫৮ শতাংশ। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ৫ হাজার ৮৬৮ জন। 

এ বছর শুধু এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৪০। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫ জন।

মাদ্রাসা বোর্ডের পাসের হার ৭০ দশমিক ৮৯, যা গত বারের চেয়ে ৫ দশমিক ৩১ শতাংশ কম। কারিগরি বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬। গতবারের চেয়ে কমেছে ৬ দশমিক ৭৩ শতাংশ।

গড় পাসের হার কমলেও এ বছর কুমিল্লা বোর্ডে  পাসের হার ২১ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। পক্ষান্তরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, দিনাজপুর, ও রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে। 

ঢাকা বোর্ডে পাস করেছে ৮১ দশমিক ৪৮ শতাংশ, যা গতবারের চেয়ে ৪ দশমিক ৯১ শতাংশ কম।  চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ, কমেছে ৮ দশমিক ৪৯ শতাংশ। সিলেটে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ, যা গতবারের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ কম।

বরিশালে পাসের হার ৭৭ দশমিক ১১ শতাংশ, কমেছে শূন্য দশমিক ১৩ শতাংশ। যশোরে পাসের পার ৭৩ দশমিক ৬৭ শতাংশ, কমেছে ৬ দশমিক ৩৭ শতাংশ। 

দিনাজপুরে পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ, কমেছে ৬ দশমিক ৩৬ শতাংশ। রাজশাহীতে পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ, যা গতবারের চেয়ে ৪ দশমিক ৬৩ শতাংশ কম।





রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/হাসান/ইভা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়