ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভিকারুন নিসায় পাসের হার ৯৯.৮৮ শতাংশ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিকারুন নিসায় পাসের হার ৯৯.৮৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৮৮ শতাংশ।

ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর ১ হাজার ৬১২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৬১০ জন। ফেল করেছে দুইজন। প্রতিষ্ঠানটিতে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৪১ জন।

রোববার দুপুরে স্কুলের নোটিশ বোর্ডে এ ফলাফল জানানো হয়।

বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ১ হাজার ৪৮৩ জন। এ বিভাগ থেকে সবাই উত্তীর্ণ হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ১৭৭ জন। এই বিভাগে দুইজন অকৃতকার্য হয়েছে।

অন্যদিকে মানবিক বিভাগ থেকে ১০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সাতজন জিপিএ-৫ পেয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়