ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

উদ্যোক্তাদের জন্য স্টামফোর্ডের আয়োজন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উদ্যোক্তাদের জন্য স্টামফোর্ডের আয়োজন

নিজস্ব প্রতিবেদক :  উদ্যোক্তারা তাদের মেধার প্রয়োগে ভালো উদ্ভাবন বা উদ্যোগ নিলেও অনেক সময় তা বাস্তবায়ন হয় না। কারণ সফল উদ্ভাবন বা উদ্যোগের নেওয়ার পর শুধু সঠিক দিক নির্দেশনার অভাবে উদ্যোক্তারা পিছিয়ে পড়েন।

তবে সম্প্রতি সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্যোক্তাদের মোটিভেশনের লক্ষ্যে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। সেখানে সফল হতে উদ্যোক্তাদের দিক নির্দেশনাসহ নানান পরামর্শ দেওয়া হয়। উদ্যোক্তাদের জন্য এমনই এক অনুষ্ঠানের আয়োজন করে স্টামফোর্ড ইউনিভার্সিটি।  গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে দিনব্যাপী অ্যাডভেঞ্চার অব ইয়াং এন্টারপ্রিনিয়র শীর্ষক অনুষ্ঠানে নবীন উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেন সফল উদ্যোক্তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কি-নোট পাঠ করেন মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক। সেখানে উদ্যোক্তাদের সফল হতে নানান পরামার্শ দেন।

এরপর প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ আলী নকি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। আপনাদের ভালো মানুষের মতো মানুষ হওয়া চাই।

উপাচার্যের বক্তব্যের পর প্যানেল ডিসকাশনে অংশ নেন বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা, গুগলে কর্মরত সৌরভ ইসলাম।

দ্বিতীয় প্যানেল ডিসকাসনে অংশ নেন লিডসাস লিমিটেডের সিইও সাদিক আল সরকার, ইনোভেশন হাবের প্রেসিডেন্ট ইমরান ফাহাদ এবং জিটিভির ম্যানেজিং ডিরেক্টর আমান আশরাফ, এসেন্ড টেকনোলজির সিইও কাওসার জামান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বেশ কিছু স্টার্টআপ আইডিয়ার প্রদর্শনী হয়, সেগুলোর প্রশংসা করেন অতিথিরা।

এসময় শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো রাইজিংবিডি ডটকম, শেয়ারবিজ, যুগান্তর ও দেশ টিভি।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস কো-অর্ডিনেটর, অ্যাসোসিয়েট প্রফেসর নাঈম জালাল উদ্দিন আহমেদ। আয়োজনের কনভেনর ছিলেন বিভাগের শিক্ষক চৌধুরী সেগুফতা আফরিন।




রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়