ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন উত্তর ইউনিভার্সিটির ড. ইয়াসমীন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন উত্তর ইউনিভার্সিটির ড. ইয়াসমীন

ডেস্ক রিপোর্ট : উচ্চশিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।

শনিবার ভারতের ব্যাঙ্গালুরুর হোটেল ফরচুন সিলেক্ট ট্রিনিটিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এমটিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর ভোলানাথ দত্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. এ এন এম মেশকাতউদ্দিন, মুম্বাইয়ের এ.টি.এম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আর এস এস মানি,  যুক্তরাষ্ট্রের ইউম্যাশ এ্যামহার্সট গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক এলেক্স ফিলিপস্, ব্যাঙ্গালুরুর ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্ট এক্সিলেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নিতিনগার্গ, উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য আবিদ আজিজ প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়