ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জ‌বির ভর্তি পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জ‌বির ভর্তি পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ

জবি প্র‌তি‌নি‌ধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ইউনিট-২’ (মানবিক শাখা)- এর ভর্তি পরীক্ষা চরম অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই অভিযোগ করেছেন।

শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ চারটি কেন্দ্রে ইউনিট-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরীক্ষা শুরুর ২০মিনিট অতিবাহিত হলেও ছাত্র-অছাত্র-অভিভাবকসহ বিভিন্ন পেশার মানুষ ভেতরে যাতায়াত করেছে। পরীক্ষা শুরুর আধা ঘন্টা পরেও জবি মূল কেন্দ্রসহ প্রায় সব কেন্দ্রে অভিভাবকদের বসে থাকতে দেখা যায়। অভিভাবকদের সঙ্গে কিছু শিক্ষার্থীকেও অবাধে বিচরণ করতে দেখা যায়।

জবির মূল কেন্দ্রে একজন অভিভাবক নাম প্রকাশ না করে বলেন, ‘পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই আমি প্রধান ফটক দিয়ে প্রবেশ করেছি। শুরুতে আমাকে ঢুকতে বাধা দিলেও পরে কিছু বলেনি। সাংবাদিকরা এ বিষ‌য়ে প্রক্ট‌রিয়াল ব‌ডি‌র দৃষ্টি  আকর্ষণ কর‌লে সহকারী প্রক্টর শাহীন মোল্লা ও মহিউদ্দীন মাহি এসে সেই অভিভাবক ও সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকে ক্যাম্পাস থেকে বাইরে বের করে দেন।

এদিকে পরীক্ষা শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৬‌ অ‌ক্টোবর ২০১৮/আশরাফুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়