ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রশ্নফাঁস রোধে সাইবার পেট্রোলিং ও আন্ডারকভার অপারেশন

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশ্নফাঁস রোধে সাইবার পেট্রোলিং ও আন্ডারকভার অপারেশন

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন,  এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার পেট্রোলিং ও আন্ডারকভার অপারেশন চলমান রয়েছে। প্রশ্নফাঁসের মতো অপকর্ম করে পার পাওয়া খুব কঠিন হবে।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নফাঁসের নামে প্রতারণা করে টাকা নিয়ে যায়। এটা এক ধরনের জঘন্য অপরাধ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তৎপরতা বলবৎ রয়েছে, দু-একদিনের মধ্যে এর ফলাফল দেখতে পাবেন।’

তিনি বলেন, কোচিং সেন্টার বন্ধ রয়েছে। এরপরও শহরের অলিতে গলিতে কোচিং বন্ধ রেখেও কেউ অপকর্ম করে কি না-র‌্যাবের নজরিদারি থাকবে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে যাব এবং ব্যবস্থা নেব। যেকোনো সরকারি পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁসের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ধরনের অপচেষ্টা রোধে সরকার গৃহীত নানা পদক্ষেপের সঙ্গে র‌্যাবও যুক্ত হয়। সবার সার্বিক তৎপরতায় গত বছর এ হুমকি নস্যাৎ করতে পেরেছি। এবারও এ সংগ্রামে আমরা সামনে থাকব।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘কোনো ছাত্র-ছাত্রীও প্রশ্নফাঁসের পেছনে দৌড়াদৌড়ি করবেন না। গত বছরের মতো এবারো এ ধরনের অপপ্রয়াস দেখলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে। এর ফলে নবীন বয়সেই কারো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক আমরা চাই না।’




রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়