ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে ৩০ শিক্ষকের বদলি বাতিল

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ৩১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ৩০ শিক্ষকের বদলি বাতিল

সচিবালয় প্রতিবেদক : ঢাকা মহানগরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ৩০ জন শিক্ষকের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থান থেকে ওই সব শিক্ষক ঢাকা মহানগরীতে বদলির আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিদায়ী মহাপরিচালক বদলির আদেশ অনুমোদন করেছিলেন। কিন্তু বদলির আবেদনের নিষ্পত্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় গত ২৪ জানুয়ারি ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তার (ডিপিও) স্বাক্ষরে তা বাতিল করা হয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশে জানুয়ারিতে ঢাকা মহানগরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি আদেশ বাতিল করা হলো। আদেশে বদলি হওয়া শিক্ষকদের পুনরায় আগের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি শিখা বলেন, সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে অন্য এলাকা থেকে আসা সর্বোচ্চ ১০ শতাংশ শিক্ষক কর্মরত থাকতে পারেন। ঢাকায় বদলি হয়ে আসতে ইচ্ছুক অনেকে। তাদের মধ্যে সীমিত পদে বিভিন্ন শর্ত মেনে বদলির আদেশ দেওয়া প্রয়োজন। কিন্তু যে ক’জনকে বদলির অনুমতি দেওয়া হয়েছে এ ক্ষেত্রে বিবেচনা যথাযথ হয়নি। এ কারণে বাতিল করা হয়েছে।

মার্চ মাসের মধ্যেই আবেদনকারীদের মধ্য থেকে বদলির সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়