ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

২৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যোগ্য

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যোগ্য

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সারা দেশ থেকে  ৯ হাজার ৫০০ আবেদন পাওয়া গেছে। এর মধ্যে আড়াই হাজারেরও কিছু বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির যোগ্যতা রয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে। পর্যায়ক্রমে কাঙ্ক্ষিত মানসম্পন্ন সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার লক্ষ্যে এমপিও নীতিমালা-২০১৮ প্রণয়ন করে। এই নীতিমালার ভিত্তিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অনলাইনে এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হয়। সেখানে শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার রেজাল্টসহ কিছু নীতিমালা উল্লেখ করা হয়।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়