ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ত্রিপোলি বিমানবন্দরে আবারও রকেট হামলা

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিপোলি বিমানবন্দরে আবারও রকেট হামলা

ত্রিপোলি বিমানবন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি

ডেস্ক রিপোর্ট : লিবিয়ার ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এতে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ওই বিমানবন্দরে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। এতে ১২টি বিমান ও নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়।

লিবিয়া সরকারের মুখপাত্র আহমেদ লামিন এ রকেট হামলার কথা স্বীকার করে জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা ভাবা হচ্ছে।

এর আগের দিনেও ত্রিপোলি বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এ সময় সাতজন নিহত হন। এরপর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

গত রোববার থেকে ওই বিমানবন্দর এলাকায় জিনতান বিদ্রোহী গ্রুপের সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষ চলছে। ২০১১ সালে প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই এই মিলিশিয়া বাহিনী দেশটির অনেক স্থান ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে। বর্তমানে ত্রিপোলি বিমানবন্দরের দখল নিতে লড়াই করছে দুই দল।  

গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ার স্থিতিশীলতা রক্ষার জন্য চেষ্টা করছেন দেশটির নেতৃবৃন্দ। তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার ।

লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম বেনগাজী বিমানবন্দর গত দুই মাস থেকে বন্ধ রয়েছে। গত সোমবার থেকে বন্ধ আছে মিসরাতা বিমানবন্দরও।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে লিবিয়া থেকে স্টাফদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ।    

তথ্যসূত্র : বিবিসি ও আল জাজিরা।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৪/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়