ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী জয়া

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী জয়া

জয়া আহসান

বিনোদন ডেস্ক : গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট) ২০১৮’। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটিতে হাজির হয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার এক ঝাঁক তারকা। এবারের আসরে প্রধান পুরস্কারগুলো ভাগাভাগি করে নিয়েছে বিসর্জন, ময়ূরাক্ষী, সহজ পাঠের গপ্পো প্রজাপতি বিস্কুট সিনেমা। এর মধ্যে সেরা সিনেমার পুরস্কার জিতেছে বিসর্জন। এ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের হাতে। এছাড়া এটির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন কৌশিক গাঙ্গুলি।

চলুন জেনে নিই কারা পেলেন এবারের ফিল্মফেয়ার ইস্ট পুরস্কার :

সেরা সিনেমা : বিসর্জন

সেরা পরিচালক : কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)

সেরা সিনেমা (সমালোচক) : ময়ূরাক্ষী (অতনু ঘোষ)

সেরা অভিনেতা (জনপ্রিয়) : প্রসেনজিৎ চ্যাটার্জি (ময়ূরাক্ষী)

সেরা অভিনেতা (সমালোচক) : সৌমিত্র চ্যাটার্জি (ময়ূরাক্ষী)

সেরা অভিনেত্রী (জনপ্রিয়) : জয়া আহসান (বিসর্জন)

সেরা অভিনেত্রী (সমালোচক) : ইশা সাহা (প্রজাপতি বিস্কুট)

সেরা পার্শ্ব অভিনেতা : কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)

সেরা পার্শ্ব অভিনেত্রী : মমতা শংকর (মাছের ঝোল)

সেরা সংগীত অ্যালবাম : প্রজাপতি বিস্কুট (আনিন্দ্য চ্যাটার্জি, অনুপম রয়, শান্তনু মৈত্র এবং প্রসেনজিৎ মুখার্জি)

সেরা গানের কথা : রিতম সেন (তোমাকে বুঝিনা প্রিয়; প্রজাপতি বিস্কুট)

সেরা গায়ক : নচিকেতা চক্রবর্তী (কোনো এরকম কিছু হলো না; পোস্ত)

সেরা গায়িকা : চন্দ্রানী ব্যানার্জি (তোমাকে বুঝিনা প্রিয়; প্রজাপতি বিস্কুট)

আজীবন সম্মাননা : মৃণাল সেন, সাবিত্রি চ্যাটার্জি

সেরা নবাগত পরিচালক : মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো)

সেরা নবাগত অভিনেতা : নূর ইসলমা ও সামিউল ইসলাম (সহজ পাঠের গপ্পো)

সেরা নবাগত অভিনেত্রী : রুক্মিনি মৈত্র (চ্যাম্প, ককপিট)

সেরা মৌলিক গল্প : কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)

সেরা চিত্রনাট্য : মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো)

সেরা সংলাপ : প্রতিম ডি গুপ্ত (মাছের ঝোল)

সেরা শব্দগ্রহণ : অনির্বান সেনগুপ্ত (বিসর্জন)

সেরা সম্পাদনা : সুজয় দত্ত রয় ও অনির্বান মৈত্র (সহজ পাঠের গপ্পো)

সেরা চিত্রগ্রহণ : সুপ্রিয় দত্ত (প্রজাপতি বিস্কুট)

সেরা আবহসংগীত : দেবজ্যোতি মিশ্রা (ময়ূরাক্ষী)

সেরা প্রোডাকশন ডিজাইন : মধুজা ব্যানার্জি ও কৌশিক-বারিক (প্রজাপতি বিস্কুট)



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়