ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা সম্পন্ন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ১৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা সম্পন্ন

বিনোদন ডেস্ক : কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় আনুমানিক ৫০ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। এছাড়া জানাজা শেষ হলেও অনেক মানুষকে জাতীয় ঈদগাহ মাঠে আসতে দেখা যায়। 

জানাজা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ মগবাজারস্থ তার নিজের স্টুডিও এবি কিচেনে নিয়ে যাওয়া হবে সেখানে দ্বিতীয় জানাজা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

এর আগে শুক্রবার সকাল সোয়া ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। এসময় প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মিনার এলাকায়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাচ্চুর মরদেহ ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়।

আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছে। আর ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব রয়েছে কানাডায়। তারা দেশে আসার পর আগামীকাল শনিবার চট্টগ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।




রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়