ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সন্ধ্যায় রাজারবাগ মাতাবেন তারা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্ধ্যায় রাজারবাগ মাতাবেন তারা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী, সংগীত ও নৃত্যশিল্পীরা ছাড়াও বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা অংশ নেবেন।

বুধবার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, প্রতিবারের ন্যায় এবারও এ অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পুলিশ জানায়, অনুষ্ঠানে শাকিব খান-নুসরাত ফারিয়া এবং ফেরদৌস-তমা মির্জা জুটি নৃত্য পরিবেশন করবেন। সংগীত পরিবেশন করবেন  শিল্পী ইমরান, কর্নিয়া, ঐশী ও পারভেজ।  অনুষ্ঠানটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গান বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়