ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাম চরণের নায়িকা আলিয়া, জুনিয়র এনটিআরের ডেইজি

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাম চরণের নায়িকা আলিয়া, জুনিয়র এনটিআরের ডেইজি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলি। বাহুবলি সিনেমার সাফল্যের পর আবারো পরিচালনায় ফিরছেন তিনি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ট্রিপল আর। এতে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ।

শুরু থেকেই সিনেমাটি নিয়ে কৌতূহলী ছিলেন দর্শকরা। তবে এটি নিয়ে এতদিন বিস্তারিত কিছুই জানাননি নির্মাতারা। অবশেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিনেমার গল্প কেমন হবে ও নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমার প্রেক্ষাপট ১৯২০ সাল। কমারাস ভীমা (জুনিয়র এনটিআর) ও আলুরি সীতারামা রাজু (রাম চরণ) নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে সিনেমার গল্প তৈরি। এতে রাম চরণের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে। অন্যদিকে জুনিয়র এনটিআরের বিপরীতে পর্দায় হাজির হবেন কোল্ড ফীট, ওয়ার অব দ্য ওয়ার্ল্ড, পন্ড লাইফখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এডগার জোন্স। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন।

এস এস রাজামৌলি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, প্রথম দৃশ্যের ১৫ মিনিট পর দর্শক ভুলে যাবেন পর্দায় জুনিয়র এনটিআর ও রামচরণ অভিনয় করছেন। এরপর তারা শুধু তাদের চরিত্র দেখবেন। দুইটি চরিত্রই অনেক শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ।’

জুনিয়র এনটিআর বলেন, ‘আমি ট্রিপল আর করছি এস এস রাজামৌলির জন্য। এছাড়া, আমাদের দুজনের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। এটি একটি মিশ্রণ।’

রাম চরণ বলেন, ‘এই সিনেমার অংশ হতে পেরে আমি খুবই খুশি এবং এটি আমার বেশ পছন্দ হয়েছে। এক বছর আগে বিমানবন্দরে যাওয়ার পথে এস এস রাজামৌলির সঙ্গে আমার দেখা হয়। তারাকও (জুনিয়র এনটিআর) সেখানে ছিল। আমাকে দেখে সে প্রশ্ন করে, তুমি এখানে কী করছ? রাজামৌলি আমাদের দুজনকে ভেতরে নিয়ে যায় এবং সিনেমার ঘোষণা দেয়। আমরা ভীষণ খুশি হই। তার সঙ্গে আলিঙ্গন করি ও আমাদের ভালোলাগার বিষয়টি জানাই। এটি ছিল একটি স্মরণীয় ঘটনা। সেই সময়ই আমরা প্রথম ছবি তুলি ও সকলের সঙ্গে শেয়ার করি। এটি একটি কাল্পনিক গল্প। কাজ করার সময় আমরা খুবই সতর্কতা অবলম্বন করি। আশা করছি, এটি অন্যতম বড় একটি সিনেমা হবে। আমাদের শিডিউল এখনো শুরু হয়নি। কিন্তু আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি।’

সিনেমাটির বাজেট ৩৫০-৪০০ কোটি রুপি। চারটি ভাষায় সিনেমাটির শুটিং চলছে। তবে দশটির বেশি ভাষায় এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। ২০২০ সালের ৩০ জুলাই সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়