ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘আরজ আলী ডাকাত’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আরজ আলী ডাকাত’

‘আরজ আলী ডাকাত’ নাটকের দৃশ্যে গাজী রাকায়েত

বিনোদন ডেস্ক: সদ্য বিবাহিত সফুরা বিয়ের পর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাঝনদীতে ডাকাতের কবলে পড়ে। সফুরার স্বামীসহ নৌকার সবাইকে হত্যা করে তাকে তুলে নিয়ে যায় আরজ আলীর ডাকাত দল। একসময় আরজ আলীর কাছে আশ্রয় পায় সফুরা। তারপর শুরু হয় দু’জনের সংসার। সময়টা ১৯৭১ সাল। সফুরা অনেকটা স্ব-প্রণোদিত হয়ে যুদ্ধে পাঠায় স্বামী আরজ আলীকে। তখন তার কোলে এক বছরের সন্তান।

আরজ আলীর অনুপস্থিতিতে এক রাতে হামলা হয় সফুরার ঘরে। প্রাণভয়ে সন্তান কোলে নিয়ে সফুরা আশ্রয় নেয় বাড়ির পেছনের এক ঝোপে। হঠাৎ কোলের শিশু কেঁদে ওঠে। বাঁচার তাগিদে সন্তানের মুখ চেপে ধরে সফুরা। শিশু সন্তানের মুখ থেকে সফুরা যখন হাত সরিয়ে নেয় তখন আবিষ্কার করে তার সন্তান আর বেঁচে নেই।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আরজ আলী ডাকাত’। আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি পরিচালনা করেছেন বর্ণনাথ। এতে আরজ আলী ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। সফুরা চরিত্রে দেখা যাবে ফারজানা ছবিকে। আগামীকাল মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা বর্ণনাথ।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ