ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাইজিংবিডি ডেস্ক : বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের প্রায় সব এলাকায় দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।

গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি (৫৫ মিলিমিটার) বৃষ্টি হয়েছে যশোর জেলায়। পটুয়াখালীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৪ মিলিমিটার।

এ ছাড়া সিরাজগঞ্জ জেলার তাড়াশে ১৪, সিলেটের মৌলভীবাজারে ২০, চাঁদপুরে ৪২ ও মাদারীপুরে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।





রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়