ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হামিম কামালের কারখানার বাঁশি বইমেলায়

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হামিম কামালের কারখানার বাঁশি বইমেলায়

ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে হামিম কামালের উপন্যাস ‘কারখানার বাঁশি’।

উপন্যাসটি সম্পর্কে লেখক হামিম কামাল রাইজিংবিডিকে জানিয়েছেন, এটি তার দ্বিতীয় উপন্যাস। তিনি একটি  বৈদ্যুতিক ট্রান্সফর্মার তৈরির কারখানায় কাজ করেছেন কিছুদিন। সেখানে তার যে অভিজ্ঞতা, সেই বাস্তবতা থেকে উপন্যাসটি গত দেড় বছর ধরে লেখা হয়েছে।

উপন্যাসটির ফ্ল্যাপে লেখা আছে, ছোট্ট বাসটা দেখতে দেখতে পূর্ণ হয়ে উঠলে শেষবার জ্বলে উঠল ভেতরের বাতি। সলিল দেখতে পেল, স্টেশনের পশ্চিম কোণে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখতে থাকা সমবয়েসী তরুণটি তার ঠিক পাশেই এসে বসেছে। আসনে স্থির হতে পারছিল না। যেন শরীরময় মার্চ করে বেড়াচ্ছে এক পল্টন আক্ষেপ। বাসের চলন ক্রমে অবিরত হয়ে উঠলে অশান্ত সেনারা ক্রমে শান্ত হলো। বন্ধ চোখের কাঁপন থেমে গিয়ে শ্বাসপ্রশ্বাস ধীরে নিয়মিত হয়ে উঠল তার। তখনও সলিলের চোখে ঘুম নেই। জানালার বাইরে কালো অরণ্য গতিময়, শীতল, রহস্যঘন। পরিত্যক্ত কারখানাগুলো প্রেতের চোখ হয়ে তাকিয়ে থাকল আরো দীর্ঘপথ। যন্ত্রের মন্দ্রস্বরে ক্লান্ত কর্টেক্স যখন তন্দ্রা তৈরি করেছে, শোনা গেল ওদের জোটবদ্ধ স্বর : কত শতবার কথা দিলে, কই, এলে না তো তুমি, এলে না তো।

উপন্যাসটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন কাব্য কারিম। বইটির দাম রাখা হয়েছে ৪৫০ টাকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়