ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কবিতার বই নিয়ে মেলায় চাঁদনী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবিতার বই নিয়ে মেলায় চাঁদনী

সাহিত্য ডেস্ক : ‘এভাবে জল বাড়তে থাকলে আমি মিথ্যেবাদী হয়ে যাব’ নামের কাব্যগ্রন্থটি লিখেছেন চাঁদনী মাহরুবা। বইটি প্রকাশ করেছে অর্বাক প্রকাশনী। এটি তার  প্রথম কাব্যগ্রন্থ। এতে মোট ৩৬টি কবিতা রয়েছে।

২০ ফ্রেব্রুয়ারি থেকে একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন বোরহান আজাদ। কবিতা ভাবনা সম্পর্কে চাঁদনী মাহরুবা বলেন, ‘কবিতা তাই যা আমি ভাবি। সমস্ত ভাবনাকে একটা নাম দিয়ে দেয়া। মগজের ভেতর এ এক দীর্ঘ ভ্রমণ। ভীষণ যন্ত্রণাবোধ হলে আমি লিখি। এসব লিখে বিশেষ লাভ নেই হয়তো, লিখে ক্ষতিও নেই। কেবল বুঝতে পারি কবিতা ছাড়া আর কোনো আশ্রয় আমার কোনো কালে ছিল না।’

কেন লেখেন এমন প্রশ্নের উত্তরে চাঁদনী বলেন, ‘কবিতার প্রতি ভালো লাগা থেকে লেখার শুরু। কবিতাকে জানতে গিয়ে কবিতার খোঁজ করতে করতে তার সঙ্গে জুড়ে যাওয়া। লিটলম্যাগে নিয়মিত লিখতে লিখতেই চর্চার শুরু।’

বইটির মূল্য ১৫০ টাকা। বাংলা একাডেমির লিটলম্যাগ চত্বরে ১১ নম্বর অর্বাক প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৮/শান্ত/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়