ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বইমেলায় ইসহাক খানের তিন বই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ইসহাক খানের তিন বই

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক ও নাট্যকার ইসহাক খানের তিনটি নতুন বই।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা ‘জয়বাংলা আমার নাম’ শিরোনামের বইটি প্রকাশ করেছে ‘অন্বয় প্রকাশ’। বইটর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির দাম ২০০ টাকা।

ইসহাক খান তার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। দীর্ঘদিন ধরে প্রকাশিত লেখাটি এবারের মেলায় মলাটবদ্ধ হয়েছে য়ারোয় প্রকাশনী থেকে ‘আমার বাবা’ শিরোনামে।

এছাড়া তার উপন্যাস সমগ্র-১ প্রকাশ করেছে য়ারোয়া প্রকাশনী। বইমেলায় য়ারোয়া ৩৮৩ নম্বর স্টল ছাড়াও বইগুলো পাওয়া যাচ্ছে বাংলা বাংলাদেশ রাইটার্স ক্লাবের ১৬ নম্বর স্টলে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়