ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাহিত্য সংবাদ

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাহিত্য সংবাদ

রাইজিংবিডি ডেস্ক : আজ শুক্রবার, আগামী শনি এবং রোববার সাহিত্য, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মুখরিত থাকবে ঢাকা। তেমনি কয়েকটি অনুষ্ঠানের খোঁজখবর নিয়ে এ প্রতিবেদন।

আমার জীবন আমার রচনা : সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে নিয়ে বাতিঘর আয়োজন করেছে ‘আমার জীবন আমার রচনা’ শীর্ষক আড্ডা। আগামীকাল শনিবার সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে বাতিঘরে এ আড্ডা হবে।

কাব্যগ্রন্থের প্রকাশনা : আজ শুক্রবার বিকেল ৫টায়  রাজধানীর কাটাবন মোড়ে কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত হবে কবি ওমর শামসের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। অনুষ্ঠানটি আয়োজন করেছে প্রকাশনা সংস্থা তিউড়ি ও শুদ্ধপ্রকাশ।

আমিনা সুন্দরী : চট্টগ্রামের অমর লোককাহিনী নছর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে মঞ্চ নাটক আমিনা সুন্দরী প্রদর্শিত হবে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকায়  বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। নাটকটি রচনা করেছেন এস এম সোলায়মান। নির্দেশনায় রোকেয়া রফিক বেবী। প্রযোজনা করেছে থিয়েটার আর্ট ইউনিট।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়